গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে কিভাভে যাব?

আমরা সকলেই ইতমধ্যে জেনে গেছি গাজীপুর জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস নতুন যায়গায় স্থানান্তর করা হয়েছে।       অর্থাৎ আগে পাসপোর্ট অফিসটি ছিল একটি ভাড়াকৃত ভবনে এখন এটি স্থানান্তর করে নিয়ে আসা হয়েছে তাদের নিজস্ব ভবন।   এই বিষয়ে একটি পোস্ট দেয়ার পরে অনেকে জানতে চেয়েছেন গাজীপুরের কোথায় এবং কিভাবে যেতে হবে নতুন এই পাসপোর্ট অফিসে।

 

আমরা আজকে জানবো নতুন এই পাসপোর্ট অফিসে কিভাবে যেতে হবে।

সহজ ভাবে বলতে গেলে চৌরাস্তা থেকে জয়দেবপুর বা শিববাড়ীর দিকে রোডের ডান পাশে

এবং জয়দেপুর থেকে গাজীপুর চৌরাস্তার দিকে রোডের বাম পাশে অবস্থিত।

দক্ষিণে পালের মাঠ ও পূর্বদিকে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স… সাথে নির্মাণ হচ্ছে একটি ওভার ব্রিজ।

অনেকে এটিকে ওয়ার্লেস ও বলে থাকে তবে কিছুদিন পরে হয়তো এই যায়গাটি পাসপোর্ট অফিস নামেই পরিচিতি পাবে।

পাসপোর্ট সম্পর্কে কারো কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।

আজকের এই ভিডিওটি এপর্যন্তই; ভিডীওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর জনস্বার্থে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো।

এমন নিত্যনতুন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে জয়েন করতে পারেন গাজীপুর ভিউ ফেসবুক গ্রুপে। সকলেই ভালো থাকবেন। আমাদের ইউটিউভ চ্যানেল ও ফেসবুক পেজ ফলো এবং সাভস্ক্রাইভ করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।

ভিডিও

 

 

পালের মাঠ,

 

Be the first to comment

Leave a Reply