করোনায় করুন অবস্থা বেসরকারী প্রাইভেট স্কুল শিক্ষকদের

শিক্ষা বিডিঃ বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছিল সরকার। বন্ধ ঘোষনার পর ছয় মাস পেড়িয়ে এখন সাত মাসে পদার্পণ।

প্রতিষ্ঠান বন্ধ থাকায় সর্বমহলের মানুষেরই অর্থনৈতিক মন্দাবস্হা কাটছে, তবে সবচেয়ে বেশী অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছেন বেসরকারি প্রাইভেট শিক্ষক-শিক্ষিকারা। এরই মধ্যে কিন্ডারগার্টেন শিক্ষকদের অর্থনৈতিক অবস্হা খুবই খারাপ।

মানুষ গড়ার কারিগর শিক্ষকদের কেউ কেউ স্কুল বিক্রি করে দিচ্ছেন টাকার অভাবে। আবার কেউ খুদ টুথব্রাশ ফেরি করছেন শহরের বাসে বাসে। না জানি আরো কত শিক্ষকের করুন অবস্হা কাটছে এই ক্রান্তিকালীন সময়ে। দেখার মত কেউ নেই বললেই চলে।

বেসরকারী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান কওমী মাদ্রাসা আংশিক খুলে দেয়ার এবং তাকমীল (মাস্টার্স) পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। কিন্ডারগার্টেন স্কুল গুলো কেনো খুলছে না প্রশ্ন বেসরকারি স্কুল শিক্ষকদের।

বেসরকারী শিক্ষক শিক্ষিকা দেরকে প্রণোদনা প্যাকেজ দেয়ার কথা বলেছিল সরকার কিন্ত প্রণোদনা পাননি শতকরা ৯৯ভাগ বেসরকারি শিক্ষক শিক্ষিকারা।

এ আই তরিকুল 

শিক্ষা বিডি

০৩ সেপ্টেম্বর ২০২০ ঈ.

Be the first to comment

Leave a Reply