গাজীপুর সরকারি অনার্স কলেজের তালিকা gazipur honours college list

তথ্য কেন্দ্রঃ বাংলাদেশের রাজধানীর পাশের জেলা গাজীপুর জেলা। এই জেলার রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। শুধু তাই নয় এটি দেশের রাজধানীর পরেই প্রধান শিল্পাঞ্চল হওয়ায় সারা দেশের বিভিন্ন স্থানের মানুষ আসে তাদের কর্মসংস্থান এর জন্য। সেইদিক থেকে সারাদেশের প্রতিটি জেলা থেকেই অনেক মনুষেরর বসবাস এখানে তাই পড়ালেখার জন্য তাদের প্রয়োজন হয় গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করার। এমনকি এই জেলার জনসংখ্যাও বেশী থাকায় শিক্ষা প্রতিষ্ঠানেরো রয়েছে অনেক চাহিদা তাই এই জেলায় গড়ে উঠেছে অনেক সরকারি বেসসরকারি বিদ্যালয় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যায়।

gazipur honours college list

গাজীপুর সরকারি অনার্স কলেজের তালিকা

গাজীপুর সরকারি অনার্স কলেজের তালিকা
গাজীপুর সরকারি অনার্স কলেজের তালিকা

শতশত প্রতিষ্ঠানের ভীরে অনেকে বুঝতে পারে না কোনটা কোন ক্যাটাগরির প্রতিষ্ঠান তাই আজকে আমরা প্রতিষ্ঠানের লিষ্ট করেছি সবার সুবিধার জন্য। তবে এই পাতায় আলোচনা করবো শুধু গাজীপুর সরকারি অনার্স কলেজের তালিকা নিয়ে। বাকী প্রতিষ্ঠান নিয়ে অন্য পাতায় আলোচনা রয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই গাজীপুর জেলার সরকারি অনার্স কলেজের তালিকা সমূহ।

গাজীপুর সরকারি অনার্স কলেজের তালিকা (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়)

১/ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। (গাজীপুর চৌরাস্তা, গাজীপুর)

২/ টঙ্গী সরকারি কলেজ, টঙ্গী, গাজীপুর।

৩/ গাজীপুর সরকারি মহিলা কলেজ। (জয়দেবপুর)

৪/ শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। শ্রীপুর, গাজীপুর।

৫/ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ, কালিয়াকৈর উপজেলা।

৬/ শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ, কাপাসিয়া।

৭/ কালিগঞ্জ শ্রমিক কলেজ, কালিগঞ্জ।

এগুলো ছিল গাজীপুর জেলার সরকারি কলেজের তালিকা। এছাড়াও রয়েছে ভালো মানের অনেক বেসরকারি ও প্রাইভেট কলেজ। অন্য কলেজ সমূহের লিংক নিচে আপডেট করা হবে।

  • গাজীপুর বেসরকারি অনার্স কলেজের তালিকা
  • গাজীপুর প্রাইভেট অনার্স কলেজের তালিকা

আমাদের সম্পর্কে আরো জানতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে এবং লাইক দিন আমাদের ফেসবুক পেজে

Be the first to comment

Leave a Reply